ঢাকা: রাজধানীর বনশ্রী এলাকায় চলন্ত বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হেলপার মো. বাপ্পীর (২৫) মৃত্যু হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন ঢামেকের বার্ন ইউনিটের আরএস ডা. পার্থ শংকর পাল।
মৃত বাপ্পী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি রাজধানীর পল্লবীর ১নং দিয়াবাড়ি বটতলা বালুরমাঠ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। বাপ্পী দুই সন্তানের জনক।
এরআগে গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় বনশ্রীর আল রাজী ইসলামিয়া হাসপাতালে সামনে চলন্ত বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাপ্পীর শরীরের ৭০ ভাগ পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫