গাজীপুর: গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতর থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি একটি শক্তিশালী ককটেল। এটি উদ্ধারের পর নিষ্ক্রিয় করে এ মন্তব্য করেছেন গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল ইসলাম।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের ভেতরে জেলা হিসাবরক্ষণ অফিসের সামনে একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ৫৩-৫৭৪৬) ডান পাশে বোমাসদৃশ বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এটি উদ্ধার করে নিস্ক্রিয় করে।
এ সংবাদ ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থল সংলগ্ন জেলা হিসাবরক্ষণ অফিস ও সোনালী ব্যাংক ট্রেজারি শাখাসহ বেশ কয়েকটি সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে নেওয়া হয়। পরে বস্তুটি উদ্ধার করে নিস্ক্রিয় করে জেলা ডিবি পুলিশ।
গাজীপুর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন তার দল নিয়ে এসে বোমা সদৃশ বস্তুটি একটি পানিভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করেন।
গাজীপুর সদরের সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে বলেন, বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। এটি একটি ককটেল। কে কিভাবে এখানে এটি নিক্ষেপ করেছে বা কিভাবে ককটেলটি রাখা হয়েছে, কারা রেখেছে সে বিষয়ে তদন্ত চলছে।
** গাজীপুর ডিসি অফিসে বোমাসদৃশ বস্তু
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫