ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

২ শতাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় লঞ্চডুবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
২ শতাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় লঞ্চডুবি ছবি: প্রতীকী

ঢাকা: পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে সারবাহী কার্গো’র ধাক্কায় দুই শতাধিক যাত্রী নিয়ে এমভি মোস্তফা নামে একটি লঞ্চ ডুবে গেছে।

এ ঘটনায় অনেকে হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।



লঞ্চটির মাস্টার আফজাল হোসেন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

ওই রুটের অপর এক লঞ্চের সারেং হাবিবুর রহমান বলেন, রোববার বেলা পৌনে ১২টার দিকে লঞ্চটি ডুবে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিএ-এর কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে।   

** দৌলতদিয়ায় যাত্রীবাহী লঞ্চডুবি

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।