ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ

কিশোরগঞ্জের তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
কিশোরগঞ্জের তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

গ্রেফতারের নির্দেশ দেওয়া তিনজন হলেন, কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন এবং আজহারুল ইসলাম।

তারা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে গ্রেফতারের এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।

সাংবাদিকদের সীমন বলেন, এ তিন আসামির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে মুক্তিযুদ্ধকালে হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ এবং নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তাই তাদেরকে গ্রেফতার করতে আবেদন করা হয়েছিল। আবেদনের শুনানি শেষে তাদেরকে গ্রেফতারের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।