নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া গ্রামে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ছিলোনিয়া গ্রামে জয়নাল কোম্পানীর বাড়ির পাশের ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা বাংলানিউজকে জানায়, সকালে ছিলোনিয়া গ্রামের জয়নাল কোম্পানীর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পরিত্যাক্ত ওই ডোবার ভেতর এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সনজিৎ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতের গলায় একটি দড়ি পেঁচানো রয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫