ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ইসলামপুরে দু’পক্ষের সংর্ঘষে আহত ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ইসলামপুরে দু’পক্ষের সংর্ঘষে আহত ১৭

জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংর্ঘষে নারীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
 
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর খাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়,  নাপিতের চর খাপাড়া গ্রামের নবরউদ্দিনের সঙ্গে একই এলাকার স্কুল শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন রিপনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এর জের ধরে সকাল সাড়ে আটটায় লিয়াকত হোসেন রিপন ২০/৩০ জনকে নিয়ে নবরউদ্দিনের বসত বাড়ি দখল করতে যায়। এ সময় রিপনের লোকজনের সঙ্গে নবরউদ্দিনের বাড়ির লোকজনের সংর্ঘষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই সংর্ঘষ চলাকালে ফালা, রামদা, কিরিচসহ দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের ১৭ জন আহত হয়।

আহতের মধ্যে নবরউদ্দিনের স্ত্রী মেহেরা বেগম, জিকিরউল্লাহ, উসমান, মসর আলী, আলতাফ ও কবির উদ্দিনসহ ১৭ জনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জিকিরউল্লাহ ও উসমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।