সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের নতুনপাড়ায় দেয়াল চাপায় রাহাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিশু আহত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিশু তানভীর (৮) আভিসিনা বেসরকারি হাসপাতালে ও গুরুতর আহত শান্তকে (৬) এনাতপুরের খাজা ইউনুছ আলী হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে সয়াধানগড়া এলাকার নতুনপাড়ায় শিহাব উদ্দিনের বাড়ির দেয়ালের পাশে খেলা করছিলো তিন শিশু। হঠাৎ স্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটির ধাক্কায় ওই দেয়াল ভেঙে পড়ে। এতে চাপা পড়ে তিন শিশু আহত হয়।
স্থানীয়রা শিশুদের উদ্ধার করে আভিসিনা বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থান রাহাতের মৃত্যু হয়।
আভিসিনা বেসরকারি হাসপাতালের পরিচালক ডা. মোছাদ্দেক মাসুম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫