ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মদ ও শাড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মদ ও শাড়ি জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে ৫৫ বোতল ভারতীয় ইএম বস মদ, ৫০ পিস শাড়ি ও থ্রি-পিস এবং এক বস্তা জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তলুইগাছা সীমান্তের গড়িয়াডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারীদের ধাওয়া কর‍া হয়। এ সময় তারা   মালামালগুলো ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যাক্ত অবস্থায় মালামালগুলো জব্দ করা হয়।

আটক মালামালের মূল্য চার লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।