ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
নাটোরে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নাটোর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করায় নাটোরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসরাত জাহান মুন্নির আদালত।



আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিকুল ইসলাম দুদু গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ ডিসেম্বর মামলাটি দায়ের করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা।

বাদীর আইনজীবী আব্দুস সালাম জানান, মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ১৫ ডিসেম্বর লন্ডনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’, ‘খুনি’, ‘পাকবন্ধু’ এবং বর্তমানে আওয়ামী লীগকে ‘লালসালুর দল’ বলে বক্তব্য দেন। তারেকের এসব বক্তব্য মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর এ বক্তব্য শুনে আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে তারেক রহমানকে ২২ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন।  

রোববার তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালত মামলার পরবর্তী তারিখ ২৫ মের মধ্যে গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।