ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মাঝপদ্মায় লঞ্চডুবি

নারীর মৃতদেহ উদ্ধার, নিখোঁজ শতাধিক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
নারীর মৃতদেহ উদ্ধার, নিখোঁজ শতাধিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ডুবে যাওয়া লঞ্চ এমভি মোস্তফার এক অজ্ঞাতপরিচয় নারী যাত্রীর (৫৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মৃতদেহটি উদ্ধার করে ঘিওর ফায়ার সার্ভিসের কর্মীরা।



মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিধান ত্রিপুরা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, লঞ্চডুবির ঘটনায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে স্ব স্ব জেলা প্রশাসকের উদ্যোগে দু`টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

এরআগে বেলা পৌনে ১২টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে সারবাহী কার্গোর ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এতে প্রায় আড়াইশ যাত্রী ছিলেন। দেড়শ শতাধিক যাত্রী উদ্ধার হলেও এখনো প্রায় শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন।

** ডুবে যাওয়া লঞ্চ শনাক্ত, চলছে উদ্ধারের প্রস্তুতি
** মাঝপদ্মায় লঞ্চডুবি, ব্যাপক হতাহতের আশঙ্কা
** ২ শতাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় লঞ্চডুবি

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।