ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে দুই ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ত্রিশালে দুই ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা ছবি: (ফাইল ফটো)

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে দুইটি ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধানীখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) আবু আসলাম অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন।



আবু আসলাম বাংলানিউজকে জানান, উপজেলার ধানীখোলা এলাকার ব্রিটিশ ইটভাটায় অবাধে জ্বালানি কাঠ ব্যবহার, শর্ত ভেঙে অতিরিক্ত জমিতে ইটভাটা পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, একই অপরাধে ও লাইসেন্স নবায়ন না করায় ওই এলাকার ভাই-ভাই ইটভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।