ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে দুইটি ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধানীখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) আবু আসলাম অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন।
আবু আসলাম বাংলানিউজকে জানান, উপজেলার ধানীখোলা এলাকার ব্রিটিশ ইটভাটায় অবাধে জ্বালানি কাঠ ব্যবহার, শর্ত ভেঙে অতিরিক্ত জমিতে ইটভাটা পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, একই অপরাধে ও লাইসেন্স নবায়ন না করায় ওই এলাকার ভাই-ভাই ইটভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫