ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মাঝপদ্মায় লঞ্চডুবি

৭ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ শতাধিক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
৭ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ শতাধিক ছবি: রাজিব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ডুবে যাওয়া লঞ্চ এমভি মোস্তফার ৭ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তবে তাদের পরিচয় জানা যায়নি।

এদের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন নারী ও এক শিশু রয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর দিকে আড়াইটার দিকে এক নারীর (৫৫) মৃতদেহ পাওয়া যায়। পরে বিকেল ৩টার কিছু সময় পর আরো ৪ পুরুষ যাত্রী ও  এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুজ্জামান বিষয়টি সাংবাদিকদের জানান। এদিকে, লঞ্চডুবির ঘটনায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে স্ব স্ব জেলা প্রশাসকের উদ্যোগে দুটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক।

এরআগে বেলা পৌনে ১২টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে সারবাহী কার্গোর ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এতে প্রায় আড়াইশ যাত্রী ছিলেন। দেড়শ শতাধিক যাত্রী উদ্ধার হলেও এখনো প্রায় শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

** দুর্ঘটনাস্থলে যাচ্ছেন নৌমন্ত্রী
** নারীর মৃতদেহ উদ্ধার, নিখোঁজ শতাধিক
** ডুবে যাওয়া লঞ্চ শনাক্ত, চলছে উদ্ধারের প্রস্তুতি
** মাঝপদ্মায় লঞ্চডুবি, ব্যাপক হতাহতের আশঙ্কা
** ২ শতাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় লঞ্চডুবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।