ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ইপিজেডে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
না’গঞ্জে ইপিজেডে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে যুক্তরাজ্য-বাংলাদেশ যৌথ মালিকানাধীন একটি কারখানা অনির্দিষ্টকাল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করা শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ শ্রমিক নেতাসহ তিনজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও শিল্প পুলিশ জানায়, সম্প্রতি প্রতিষ্ঠানের অংশীদার মালিকদের মধ্যে বিরোধ দেখা দেয়। এতে গত ২ মাস ধরে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বকেয়া বেতন ভাতার দাবিতে গত কয়েকদিন ধরে প্রতিষ্ঠানটিতে শ্রমিক অসন্তোষ বিরাজ করে।

এর জেরে রোববার বেলা ১২টার দিকে কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভরত শ্রমিকরা অন্য কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করলে শিল্প পুলিশ লাঠিচার্জ চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে ইপিজেড থেকে বের করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে নার্গিস আক্তার, হ্যাপি, পলি, সালমাসহ কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন।  

ঘটনাস্থল থেকে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (৪০), শ্রমিক আউয়াল (৩৩) ও খোকনকে (২৮) আটক করে পুলিশ।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪’র পুলিশ সুপার মাহবুব আলম বাংলানিউজকে জানান, শ্রমিকরা ইপিজেডের অন্যান্য ফ্যাক্টরির শ্রমিকদের বের করে আনতে ও সড়ক অবরোধের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পপুলিশ সামান্য লাঠিচার্জ করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।