ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সচিবের কক্ষে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, ইউপি সচিব দেলোয়ার হোসেনের কক্ষের জানালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় গ্রাম পুলিশ ঘটনাটি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলুকে জানায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।
ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু বাংলানিউজকে জানান, আগুনে সচিবের কক্ষে থাকা চেয়ার, টেবিল, জন্ম নিবন্ধন বইসহ বেশ কিছু মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বাংলানিউজকে জানান, দুর্বৃত্তরা সকালে আগুন দিয়ে একটি কক্ষের কিছু গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে ফেলেছে।
বিষয়টি তদন্ত করা হচ্ছে ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫