ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ৪ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
সুন্দরগঞ্জে ৪ জুয়াড়ির কারাদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে আটক ৪ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত/ইউএনও) রাশেদুল হক প্রধান এ দণ্ডাদেশ দেন।



এরা হলেন- লাল মিয়া (৪০),  মন্টু মিয়া (৫০), রতন কুমার (৩৫) ও গৌরাঙ্গ চন্দ্র (৩৫)। এরা সবাই উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা-শান্তিরাম গ্রামের বাসিন্দা।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মোত্তালেব বাংলানিউজকে জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের নুরুল ইসলামের বাড়ির উঠানে জুয়ার আসর থেকে থেকে ওই চার জুয়াড়িকে আটক করা হয়।  

পরদিন রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশেদুল হক প্রধান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।