ঢাকা: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় কার্গো’র ধাক্কায় লঞ্চ ডুবির খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন নৌমন্ত্রী শাজাহান খান।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৫০মিনিটে সচিবালয় থেকে পাটুরিয়ার উদ্দেশে রওয়ানা হন তিনি।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে সারবাহী কার্গোর ধাক্কায় ডুবে যায় লঞ্চ এমভি মোস্তফা। এতে প্রায় আড়াইশ যাত্রী ছিলেন। দেড়শ শতাধিক যাত্রী উদ্ধার হলেও এখনো প্রায় শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫