ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-গৌহাটি রুটে বাস চলাচল শুরু ২ মে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ঢাকা-গৌহাটি রুটে বাস চলাচল শুরু ২ মে ছবি: প্রতীকী

ঢাকা: দু’দেশের প্রতিনিধি দলের সমীক্ষা ও যাচাই-বাছাই শেষে ২ মে থেকে ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটে শুরু হচ্ছে বাস চলাচল। এতে শিলং-চেরাপুঞ্জি ভ্রমণ অনেক সহজ হয়ে যাবে পর্যটকদের।



রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সেবামূলক ব্যবস্থা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্র জানায়, প্রথমে ২৬ থেকে ৩০ সিটের মিনিবাস দিয়ে এই সার্ভিস চালু করা হবে। পর্যায়ক্রমে যাত্রীদের চাহিদা অনুযায়ী বাড়ানো হবে আসন।

ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধাও যাত্রীদের চাহিদা অনুযায়ী বাড়ানো হবে। বাসগুলোতে ওয়াইফাই সিস্টেম ও ট্র্যাকিং সিস্টেম চালু থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।