ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জাহের বাংলানিউজকে জানান, এনপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-০৬৪০) ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের (ঢাকা মেট্রো চ-১৪-১৯১৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করেছে পুলিশ।


বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।