বরিশাল: বরিশালে লাশবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে পাঁচ যাত্রী আহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মহানগরের রুপাতলী এলাকায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঝালকাঠি জেলার নলছিটির বাসিন্দা নেছার (২০), মমতাজ (৫৫), মনিরুজ্জামান (৪০), মাহি (১০) ও অজ্ঞাতপরিচয় এক নারী। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানায়, বাকেরগঞ্জ থেকে বরিশালের দিকে লাশবাহী একটি গাড়ি যাচ্ছিলো। দুপুর সাড়ে ১২টার দিকে সেতুর ঢালে গাড়িটি রুপাতলীগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী আহত হন। এ সময় লাশবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার গোলাম কবির জানান, গাড়ি দু’টি উদ্ধারে কয়েক জন পুলিশ সদস্য রেকার নিয়ে ঘটনাস্থলে গেছেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫