ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে আহত রহিমের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে আহত রহিমের মৃত্যু

গাজীপুর: টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ১৮ ফেব্রুয়ারি তাবলিগ জামাতের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আব্দুর রহিম (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন তার স্বজনরা।



নিহত রহিম ইজতেমা ময়দানের পানি সরবরাহের দায়িত্ব পালন করতেন। এই দায়িত্ব পালনকারীকে তাবলিগ জামাতের ভাষায় ‘পানির জিম্মাদার’ বলা হয়।  

রহিমের বাড়ি টঙ্গীর গাছা এলাকায় বলে জানান বিশ্ব ইজতেমা ময়দানের অন্য এক জিম্মাদার তাসফিকুল ইসলাম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ইজতেমা ময়দানে বিভিন্ন মেয়াদের চিল্লাধারী মুসল্লিদের শতাধিক কাফেলার দাওয়াতি কাজের প্রাক প্রস্তুতি সভায় লিফলেট বিতরণ কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত সাতজন আহত হন। আহতদের মধ্যে রহিমের অবস্থা আশঙ্কাজনক ছিলো।

এ ব্যাপারে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, আহত রহিমের মৃত্যুর খবর এখনও আমরা পাইনি।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।