ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে শিক্ষককে মারপিট, বাড়িতে অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
সিরাজগঞ্জে শিক্ষককে মারপিট, বাড়িতে অগ্নিসংযোগ Photo : banglanews24.com

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলা ও মারপিটে আইয়ুব আলী নামে এক শিক্ষক আহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের ভিক্টোরিয়া স্কুল রোডে এ ঘটনা ঘটে।



আইয়ুব আলী শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দৈনিক সকালের খবর পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, পূর্ব বিরোধের জের ধরে সকালে শিক্ষক আইয়ুব আলীর ভিক্টোরিয়া স্কুল রোডের বাড়িতে ঢুকে অগ্নিসংযোগ এবং তাকে বেধড়ক মারপিট করে প্রতিপক্ষের লোকজন। আগুনে ঘরের ২টি রুম, আসবাবপত্র-জরুরি কাগজপত্র ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মারপিটে আহত সাংবাদিককে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।