ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সাংবাদিকের প্রতিবাদ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
সাভারে সাংবাদিকের প্রতিবাদ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির সাভার প্রতিনিধি মিথুন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।

রোববার (২২ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাভার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা অপসাংবাদিকতা বন্ধের দাবি জানিয়ে বলেন, পুলিশের সোর্সরা বর্তমানে সাংবাদিকতার লেবাস ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। যত্রতত্র চাদাঁবাজি করে নাজেহাল করছে ব্যবসায়ী মহলসহ বিভিন্ন স্তরের মানুষকে। তাদের প্রতিহত করতে সাংবাদিক নেতারা উদ্যেগ গ্রহন করলে মিথ্যা মামলা দিয়ে হরয়ানী করা হচ্ছে।

এসময় পুলিশের সোর্সদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে  সাংবাদিক নেতারা আরো বলেন, পুলিশের সোর্সদের অপকর্মের বলি হচ্ছে দেশের নিরীহ  মানুষ, এদের গ্রেফতার করা হোক। অন্যথায় সাভারে কর্মরত সকল সাংবাদিকদের সঙ্গে নিয়ে  দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়ে মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান।

সাভার প্রেসকাবের সভাপতি জাভেদ মোস্তফার সভাপতিত্বে এ সময় সাভার, আশুলিয়া, ধামরাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত  বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাভার মডেল থানায় সাংবাদিক মিথুন সরকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সাজেদা আক্তার (মুক্তা)। মামলায় তার বিরুদ্ধে ‍অপসাংবাদিকতার অভিযোগ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।