নেত্রকোনা: নেত্রকোনায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন আয়োজিত পৌর শহরের পুরাতন কালেক্টরেট মাঠে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয় (এমপি) ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খান, পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন খান, পাবলিক প্রসিকিউটর জিএম খান পাঠান বিমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আব্দুর রহিম প্রমুখ।
বাংলদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫