সাভার (ঢাকা): সাভারের বিরুলিয়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দিন-দুপুড়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তা হানিফসহ ৩ জন আহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিরুলিয়া ইউনিয়নের বাগ্নীবাড়ী এলাকায় জমি ব্যবসায়ী হানিফ মোল্লার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতের হাতে আহত পরিবারের অন্য সদস্যরা হলেন- লিজা ও জুবায়ের।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, দুপুরে বাগ্নীবাড়ী এলাকার জমি ব্যবসায়ী হানিফ মোল্লার এক তলা বাড়িতে ১০/১২ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। এ সময় ডাকাত দল বাড়িতে থাকা নারীসহ তিন জনকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে তাদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা আরো জানান, তাদের বেঁধে ফেলে এক পর্যায়ে ডাকাত দল আলমারি ভেঙ্গে জমি বিক্রি করে বাড়িতে রাখা নগদ পঞ্চাশ হাজার টাকা, তিন ভরি স্বর্ণলঙ্কার ও ১টি মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে বাড়ির কলাপসিবল গেট বন্ধ করে দ্রুত একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
পরে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিবারের সদস্যদের হাত-পায়ের রশি খুলে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন।
ডাকাতির ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
ডাকাতির বিষয়টি বাংলানিউজতে নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া।
তিনি বলেন, ডাকাতির খবর পেয়ে ব্যবসায়ীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোতালেব।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫