ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটি মেডিকেল কলেজে ক্লাস শুরুর দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
রাঙামাটি মেডিকেল কলেজে ক্লাস শুরুর দাবি

রাঙামাটি: দ্রুততম সময়ের মধ্যে রাঙামাটি মেডিকেল কলেজের ক্লাস শুরু করার দাবি জানিয়েছে জেলার চার বাঙালি সংগঠন।  
 
পার্বত্য গণ পরিষদ, চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার ছাত্র আন্দোলনের নেতারা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

 
 
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাঙামাটির সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- পার্বত্য গণ পরিষদের সভাপতি জালাল উদ্দীন আলমগীর।  
 
এ সময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবছার উদ্দীন, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জ্বল পাল, সম-অধিকার ছাত্র আন্দোলনের তাজুল ইসলাম প্রমুখ।
 
সংবাদ সম্মেলনে সম্প্রতি পাহাড়ি কয়েকজন নেতার দেশ বিরোধী বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে মনির হোসেন হত্যায় জড়িতদের শাস্তি দাবি করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।