নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত করার লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে মতবিনিময় সভা শেষে এই কমিটি গঠন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামিম জাহিদ তালুকদার বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, নিকাহ রেজিস্টারসহ এনজিও প্রতিনিধিরা।
সভা শেষে ইউএনওকে সভাপতি ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে সদস্য সচিব এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানকে উপদেষ্টা করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫