ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রানীশংকৈল সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
রানীশংকৈল সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মোলানী সীমান্তে ফারুক হোসেন (১৭) নামে আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  
 
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্তের ৩৭১/৮ পিলার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে তাকে ফেরত দেওয়া হয়।


 
ঠাকুরগাঁও-৩০ বিজিবি সূত্র জানায়, দুপুর ১টার দিকে ১২১ বিএসএফের শ্রীপুর ক্যাম্পের সদস্যরা বাংলাদেশি ফরুককে ভারতের অভ্যন্তর থেকে আটক করে।  
 
পরে, বিজিবি তাকে ফেরত চেয়ে পতাকা বৈঠক আহ্বান করে। দুপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে তাকে ফেরত দেওয়া হয়।
 
ঠাকুরগাঁও-৩০ বিজিবির ইন্টেলিজেন্ট অফিসার মেজর তৌহিদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।