ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও-পঞ্চগড় সীমান্তে ৪ কোটি টাকার মালামাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ঠাকুরগাঁও-পঞ্চগড় সীমান্তে ৪ কোটি টাকার মালামাল আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও ও পঞ্চগড় সীমান্তের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকার মালামাল আটক করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তর কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল আকরামুল হক এসব তথ্য দেন।


 
সংবাদ সম্মেলনে তিনি জানান, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অবৈধভাবে ভারতীয় কীটনাশক, শাড়ী, গবাদি পশুসহ বিভিন্ন মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সীমান্তে নিয়জিত বিজিবি সদস্যরা অবৈধ পথে আসা এসব মালামাল আটক করতে সক্ষম হয়।

২০১৩ থেকে ১৫ সালের জানুয়ারি পর্যন্ত তিন কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকার মালামাল এবং ৭৪ জন চোরাকাবারীকে আটক করা হয়। তাদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।