ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লঞ্চ ডুবি

নিহতদের পরিবারকে সহায়তা ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

দুর্ঘটনাস্থল(মাঝপদ্মা) থেকে: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ এমভি মোস্তফার নিহত যাত্রীদের এক লাখ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. খন্দকার শামসুজ্জোহা এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, নিহতদের পরিবারকে এক লাখ পাঁচ হাজার টাকা দেওয়া হবে। এর মধ্যে পাঁচ হাজার দাফন বাবদ দেওয়া হবে।

এছাড়া মানিকগঞ্জের জেলা প্রশাসকের তহবিল থেকে আরো ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

তিনি আরো জানান, লঞ্চটিকে ধাক্কা দেওয়া কার্গো নার্গিস-১ কে পাটুরিয়া ঘাট থেকে আটক করা হয়েছে।

বেলা পৌনে ১২টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে সারবাহী কার্গোর ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এতে প্রায় আড়াইশ যাত্রী ছিলেন। দেড় শতাধিক যাত্রী উদ্ধার হলেও এখনো শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত নারী-পুরুষ-শিশুসহ ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।