ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে বিয়ে বাড়িতে এসে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
মৌলভীবাজারে বিয়ে বাড়িতে এসে যুবক খুন

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার মনোমুখ ইউনিয়নের সরকার বাজার এলাকায় বিয়ে বাড়িতে এসে হুমায়ুন মিয়া (১৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয়পক্ষের ১০ জন।



রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সরকার বাজার এলাকায় আল-মাহামুদ কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

মৃত হুমায়ুন ওই উপজেলার মনোমুখ ইউনিয়নের পশ্চিম সাজোহাটি গ্রামে মৃত আ. রহমানের ছেলে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয়রা জানান, দুপ‍ুরে সরকার বাজারের আল-মাহামুদ কমিউনিটি সেন্টারে সিলেট গোয়ালাবাজারে বাহ্মণগাঁয়ের চুন্নু মিয়ার ছেলে কুমরু মিয়ার সঙ্গে মৌলভীবাজার সদর উপজেলার মনোমুখ ইউনিয়নের পশ্চিম সাজোহাটি গ্রামে মৃত সেকেন্দারের মেয়ে খাদেজার বিয়ের অনুষ্ঠান চলছিল।

হঠাৎ খাবার নিয়ে বর পক্ষের সঙ্গে কনে পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কনের চাচাতো ভাই চেয়ার দিয়ে অপর ভাই হুমায়‍ুনকে আঘাত করেন। এতে হুমায়ুন গুরুতর আহত হলে আত্মীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথেই হুমায়ুনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে আটক করে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছালেক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।