রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদকসেবীদের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন-ওই এলাকার সাদ্দাম হোসেন (২৫) তার স্ত্রী ঝর্ণা বেগম (২১) ও বোন জিয়ানুর আক্তার (১৪)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদকসেবী শাওন মিয়াসহ তার লোকজন অস্ত্র নিয়ে সাদ্দাম হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এর প্রতিবাদ করলে মাদকসেবীরা সাদ্দাম হোসেনসহ আরো তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
এ ঘটনায় শাহিনা আক্তার জানান, তার ভাই সাদ্দাম হোসেনের কাছে দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা দাবি করে আসছিল মাদকসেবী শাওন। চাঁদার টাকা না দেওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫