ঢাকা: ঘুষের বিনিময়ে অদক্ষ লোক নিয়োগ ও বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) মহাব্যবস্থাপক (জিএম) আরফিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. সাইফুল ইসলাম তাকে চারঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।
দুদকে আসা একটি অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিডিবিএলের জিএম আরফিনা বেগম, ব্যাংকের ডিজিএম এ কে এম শফিকুল ইসলাম ও আরেক ডিজিএম সাখাওয়াত হোসেন পরস্পর যোগসাজশে নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন। এ অভিযোগে রোববার আরফিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করেন। অন্যদের শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে।
আরফিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের অর্থ আত্মসাতের মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।
এসব অভিযোগ যাচাই-বাছাই করতে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫