ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চালকদের অসুস্থ প্রতিযোগিতার কারণেই দুর্ঘটনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
চালকদের অসুস্থ প্রতিযোগিতার কারণেই দুর্ঘটনা শাজাহান খান

পাটুরিয়া(মানিকগঞ্জ) থেকে: ফিটনেসের কারণে নয়, চালকদের অসুস্থ প্রতিযোগিতার জন্যই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝপদ্মায় লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে পাটুরিয়াঘাটে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।



তিনি বলেন, নদীর শান্ত অবস্থায় এ ধরনের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকার কথা নয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ পর্যন্ত ৩৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনও কতজন নিখোঁজ রয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।