কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নিজের রাইফেলের গুলিতে মিথুন দাশ (২৮) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং এলাকায় গাড়িতে করে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ঝাঁকুনিতে অসাবধানতাবশত পুলিশ কনস্টেবল মিথুন দাশের রাইফেল থেকে গুলি বের হয়। এতে মিথুন দাশ আহত হন।
কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ জানান, কনস্টেবল মিথুন দাশকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে, অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এস বি শর্মা বাংলানিউজকে জানান, গুলিটি পুলিশ সদস্যের শরীরের ভেতর রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫