ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
কক্সবাজারে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নিজের রাইফেলের গুলিতে মিথুন দাশ (২৮) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
 
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং এলাকায় এ ঘটনা ঘটে।


 
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং এলাকায় গাড়িতে করে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ঝাঁকুনিতে অসাবধানতাবশত পুলিশ কনস্টেবল মিথুন দাশের রাইফেল থেকে গুলি বের হয়। এতে মিথুন দাশ আহত হন।
 
কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ জানান, কনস্টেবল মিথুন দাশকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে, অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
 
কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এস বি শর্মা বাংলানিউজকে জানান, গুলিটি পুলিশ সদস্যের শরীরের ভেতর রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
 
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।