ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
চান্দিনায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে মনির হোসেন (২২) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই যাত্রী।



রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন চান্দিনা উপজেলার মহারং গ্রামের জোহর আলীর ছেলে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহতের ভগ্নিপতি আব্দুস ছালাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

তিনি জানান, অটোরিকশায় করে মনিরসহ তিন যাত্রী চান্দিনা বাসস্ট্যান্ড থেকে কুটুম্বপুর যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিপরীত দিক থেকে ‍আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে তারা তিনজন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় মনির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বিকেল সাড়ে ৩টায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর খবরটি নিশ্চিত হইনি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।