মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঘোরারাই গ্রাম থেকে সিআর মামলায় এক মাসের কারাদণ্ডের আদেশপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল আহমদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
জুয়েল আহমদ স্থানীয় বারেক মিয়ার ছেলে।
কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, একটি সিআর মামলায় তাকে এক মাসের কারাদণ্ডাদেশ ও ৬৪ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এতোদিন তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫