রাজশাহী: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীতে ইয়ং বাংলা ডিভিশনাল মিট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে লাইনে দাঁড়িয়ে দুই হাজার ৯৮২ তরুণ-তরুণী রেজিস্ট্রেশন করেন।
নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে রোববার (ফেব্রুয়ারি) দুপুর ১টায় নিবন্ধন শুরু হয়। আড়াইটায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন।
এরপর ইয়ং বাংলার আহ্বায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক মঞ্চে এসে স্বাগত বক্তব্য রাখেন। এসময় ইয়ং বাংলার বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী।
আয়োজক ও অতিথিদের বক্তব্য শেষে তরুণ প্রতিযোগীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়। পরে সংগীত সন্ধ্যায় রাজশাহীর ব্যান্ড দল আর্শি ও ঢাকার ব্যান্ড ওল্ড স্কুল সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের ১০ স্টল স্থান পায়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫