ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে দেওয়াল চাপায় আহত ১ শিশুর মৃত্যু

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
সিরাজগঞ্জে দেওয়াল চাপায় আহত ১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া নতুনপাড়ায় দেয়াল চাপায় আহত দুই শিশুর মধ্যে শান্ত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে ঢাকায় নেওয়ার পথে টাঙ্গাইলে তার মৃত্যু হয়।



এর আগে দুপুরে সিরাজগঞ্জের আভিসিনা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহাতের মৃত্যু হয়।

এ ঘটনায় সয়াধানগড়া নতুনপাড়ার মহল্লার নিহত রাহাতের ভাই তানভীর (৯) আভিসিনা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সয়াধানগড়া নতুনপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে সয়াধানগড়া এলাকার নতুনপাড়ায় শিহাব উদ্দিনের বাড়ির দেয়ালের পাশে খেলা করছিলো তিন শিশু। হঠাৎ স্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটির ধাক্কায় ওই দেয়াল ভেঙে পড়ে। এতে চাপা পড়ে তিন শিশু আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আভিসিনা বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাহাতের মৃত্যু হয়। আহতদের মধ্যে শান্তর অবস্থা আশঙ্কাজনক হওয়ার চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাক‍া নেওয়ার পথে অবস্থার আরো অবনতি হলে তাকে টাঙ্গাইল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আভিসিনা হাসপাতালের পরিচালক ডা. মোসাদ্দেক মাসুম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।