ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিছনের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাইফেলের এ গুলিগুলো উদ্ধার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কে বা কারা সেখানে এই গুলি ফেলে রেখেছিল তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫