ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চারঘাটে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
চারঘাটে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড

রাজশাহী: রাজশাহীর চারঘাটে হেরোইনসেবী দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাসের কারাদণ্ড দেয়।


 
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পশ্চিম ঝিকরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে পারভেজ আলী (২৬) ও একই এলাকার খোয়াজ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)।  

দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন হেরোইন সেবনের অপরাধে তাদেরকে কারাদণ্ড দেন।  

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতে রায় দেওয়ার পর তাদের থানায় রাখা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।