ঢাকা: বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করে এ আশ্বাস দেন তারা।
সংসদ সচিবালয় সূত্র জানায়, রোববার অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলরা স্পিকারের সঙ্গে স্বাক্ষাৎ করেন। এসময় স্পিকার বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরার পরামর্শ দেন তাদের। বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের সম্ভাব্য বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা।
স্পিকার কনসাল জেনারেলদের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদারে কাজ করার আহ্বান জানান।
জবাবে কনসাল জেনারেলরা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে স্পিকারকে আশ্বস্ত করেন। এসময় সংসদ সদস্য ইমরান আহমদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫