ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে হেরোইনসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
গাংনীতে হেরোইনসহ আটক ২

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযানে ছয় গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাংনী বাজার ও ছাতিয়ান গ্রাম থেকে তাদের আটক করা হয়।


 
আটকরা হলেন- গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মহিবুল ইসলাম ওরফে ঠাণ্ডু (৫৩) ও মেহেরপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের তাহাজ আলীর ছেলে হাফিজুর রহমান (৩০)।
 
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) শঙ্কর কুমার ঘোঁষ বাংলানিউজকে জানান, গাংনী বাজারে হাফিজুর হেরোইন বিক্রি করছে- এমন সংবাদে অভিযান চালিয়ে তাকে বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন গ্রাম হেরোইন জব্দ করা হয়।
 
এদিকে, আব্দুর রাজ্জাক হেরোইন বিক্রি করছে -এমন সংবাদে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ছাতিয়ান গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন গ্রাম হেরোইন পাওয়া যায়।
 
আটক দুজনের বিরুদ্ধে গাংনী থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদের মেহেরপুর কারাগারে পাঠানো হবে বলে জানান ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাহাবুদ্দীন।
 
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।