ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুর স্টেশনে অজ্ঞান পার্টির সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
কমলাপুর স্টেশনে অজ্ঞান পার্টির সদস্য আটক ছবি : প্রতীকী

ঢাকা: কমলাপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে মো. সাগর (২৫) নামে এক অজ্ঞান পার্টির সদস্যকে আটক করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে বেশকিছু নেশা-জাতীয় দ্রব্য জব্দ করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

আটক সাগরের বাবার নাম তাহের মিয়া। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়, তিনি রাজধানীর বিমানবন্দর এলাকায় থাকেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। ‍

তিনি জানান, কমলাপুর স্টেশনের প্লাটফর্মে রাতে তল্লাশি চৌকি বসিয়েছিল পুলিশ। এসময় সাগরকে আটক করা হয়।

তার কাছ থেকে বেশকিছু নেশা জাতীয় দ্রব্য জব্দ করা হয়।

আটক সাগরের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি আবদুল মজিদ।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।