ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লঞ্চডুবির প্রাণহ‍ানীতে প্রধানমন্ত্রীর শোক, তদন্তের নির্দেশ

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
লঞ্চডুবির প্রাণহ‍ানীতে প্রধানমন্ত্রীর শোক, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পদ্মার মাঝ নদীতে লঞ্চডুবিতে প্রাণহানীর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ঘটনার সু্ঠু তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।



প্রধানমন্ত্রীর প্রেস উইং জানান, এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লঞ্চডুবিতে মৃতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জানিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে সারবাহী কার্গোর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। পাটুরিয়া লঞ্চঘাট শাখার সুপারভাইজার জুয়েল রানা বাংলানিউজকে জানান, লঞ্চটিতে দেড় শতাধিক যাত্রী ছিলেন।

রাত ৯টা ৫৩ মিনিট পর্যন্ত ৪৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।