গাজীপুর: গাজীপুরে পৃথক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় ও অপরজন ট্রেনে কাটা পড়ে মারা যান।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতপরিচয় এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বকুল মিয়া নামে এক ব্যক্তি। হাসপাতলে নেওয়ার কিছুক্ষণের মধ্যে ওই যুবকের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান (ইন্টার্ন) বাংলানিউজকে জানান, বকুল মিয়া নামে এক ব্যক্তি ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এর কয়েক মিনিট পরেই তার মৃত্যু হয়। ওই মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন বলে বকুল মিয়া হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন।
তবে যুবকের মৃত্যুর পর বকুল মিয়া পালিয়ে যান বলে জানান মেহেদী হাসান।
বকুলের বাড়ি গাজীপুর সদর থানার হাতিয়াব গ্রামে বলে হাসপাতালের নিবন্ধন খাতায় লেখা হয়েছে। মরদেহ বর্তমানে গাজীপুর সদর হাসপাতালের মর্গে রয়েছে।
এছাড়া কালিগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী (৩৫) মারা গেছেন। রোববার বিকেলে গাজীপুরে কালীগঞ্জের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ইমাম আরেফিন বাংলানিউজকে জানান, দড়িপাড়া ক্রসিংয়ের পাশে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। তার মাথা ও মুখমণ্ডল থেতলে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তবে নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে খয়েরি রংয়ের সালোয়ার-কামিজ ছিল।
মরদেহের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা এসআই।
বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫