ঢাকা: আগামী ২ মার্চ বাংলাদেশ সফরে আসছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর।
রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, ঢাকায় তিনি মাত্র ২৪ ঘণ্টা অবস্থান করবেন। জয়শঙ্কর তার ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত করবেন। ঢাকা আসার আগে তিনি পাকিস্তান ও ভুটান সফর করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র সচিব ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে অমিমাংসিত স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন ও তিস্তা চুক্তি সম্পাদনের বিষয়ে ভারতরে অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে পারেন। বিশেষ করে ভারতের লোকসভার বাজেট অধিবেশনে স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন বিষয়ক বিল পাসের কথা আসতে পারে জয়শঙ্করের মাধ্যমে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ঢাকা সফরে এ দুটি বিষয় সমাধানের ইঙ্গিত দেন। তিনি বলেন, এক মাসের মধ্যে স্থল সীমনা চুক্তি বাস্তবায়ন চূড়ান্ত হবে। তিস্তার বিষয়েও আস্থা রাখুন।
কংগ্রেস ক্ষমতায় থাকাকালে ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা আটকে যায়।
তবে ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বচনে জয়ী হয়ে বিজেপি সরকার গঠনের পর খানিকটা বিপদে পড়েই অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মমতা।
ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী দায়িত্ব নেওয়ার ছয় মাসের মাথায় জানুয়ারি মাসের শেষ দিকে সুজাতা সিংকে সরিয়ে জয়শঙ্করকে পররাষ্ট্র সচিব করেন। সার্ক দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে নতুন পররাষ্ট্র সচিবকে আটটি দেশেই পাঠাচ্ছেন নরেন্দ্র মোদী।
এর আগে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশসহ সার্কের দেশগুলোতে পররাষ্ট্র সচিবের সফরের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী জানিয়েছিলেন, সার্ক দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে শিগগিরই আমরা নতুন পররাষ্ট্র সচিবকে সফরে পাঠাচ্ছি।
বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫