ঢাকা: রাজধানী মিরপুর থানাধীন কাজীপাড়া বাইশবাড়ি এলাকায় গণপিটুনিতে ৩ যুবক নিহত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ গণপিটুনিতে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে থানায় টিঅ্যান্ডটি নম্বরে একটা ফোন আসে। জানানো হয়, কাজীপাড়া এলাকায় পেট্রোল বোমাসহ তিনজনকে আটক করেছে এলাকাবাসী।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক তাদের তিনজনইকেই মৃত ঘোষণা করেন।
এসআই জানান, তাদের শরীরে গুলির কোনো আঘাত রয়েছে কিনা তা সুরতহালের প্রতিবেদনের পর জানা যাবে।
বাংলাদেশ সময়: ০১৪৬ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
** মিরপুরে যুবক গুলিবিদ্ধ, ঢামেকে মৃত্যু