ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর কাজীপাড়ায় গণপিটুনিতে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
রাজধানীর কাজীপাড়ায় গণপিটুনিতে নিহত ৩ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানী মিরপুর থানাধীন কাজীপাড়া বাইশবাড়ি এলাকায় গণপিটুনিতে ৩ যুবক নিহত হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ১৮-২০ বছরের মধ্যে বলে জানা গেছে।

মিরপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ গণপিটুনিতে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে থানায় টিঅ্যান্ডটি নম্বরে একটা ফোন আসে। জানানো হয়, কাজীপাড়া এলাকায় পেট্রোল বোমাসহ তিনজনকে আটক করেছে এলাকাবাসী।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক তাদের তিনজনইকেই মৃত ঘোষণা করেন।

এসআই জানান, তাদের শরীরে গুলির কোনো আঘাত রয়েছে কিনা তা সুরতহালের প্রতিবেদনের পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ০১৪৬ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

** মিরপুরে যুবক গুলিবিদ্ধ, ঢামেকে মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।