ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জলবায়ু প্রদর্শনী

সাত মহাদেশের বিপর্যস্ত পরিবেশ প্রকৃতি

সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
সাত মহাদেশের বিপর্যস্ত পরিবেশ প্রকৃতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  হিমালয়ের বরফ গলে বাড়ছে সমুদ্রের উচ্চতা। বন্যায় ভেসে যাচ্ছে এশিয়ার বিস্তীর্ণ ভূমি।

এদিকে ইউরোপে কমে গেছে তুষারপাত, দেখা দিচ্ছে বন্যা।

অ্যান্টার্কটিকায় বরফ গলে হুমকিতে পড়েছে সেখানকার জীববৈচিত্র্য। আর অস্ট্রেলিয়ায় পাইন গাছ কমে গিয়ে ধ্বংস হচ্ছে পাহাড়।

এমনই চিত্র ওঠে এসেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আর্থ ক্লাবের সদস্য অনিরুদ্ধ হক ও ফরিদ উদ্দিন শুভর বর্ণনায়।

তাদের বর্ণনায় বাদ যায়নি আফ্রিকা, আমেরিকা কিংবা আমাজানের বনাঞ্চলের কথা।

তাদের বর্ণনা ও ত্রিমাত্রিক প্রদর্শণীতে দেখা গেছে, আফ্রিকায় পানি শুকিয়ে মাটিতে ফাটল ধরেছে। উত্তর আমেরিকায় আঘাত হেনেছে ঘুর্ণিঝড়। আবার আমাজানের প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস হয়ে দক্ষিণ আমেরিকায় বাড়ছে কালো ধোঁয়ার কারখানা।

অনিরুদ্ধ ও শুভর বর্ণনার সঙ্গে ছিল সাত মহাদেশের পরিবেশের ত্রিমাত্রিক প্রদর্শন। এই ত্রিমাত্রিক প্রদর্শনের সঙ্গে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে পরিবেশের ধ্বংসচিত্র। আর তার সঙ্গে যোগ করা হয়েছে কিছু স্থিরচিত্র।

বিশ্ববিদ্যালয়ের বিনোদন কেন্দ্রে সাত মহাদেশের ত্রিমাত্রিক দৃশ্যায়নে ব্যতিক্রমী এই প্রদর্শনী চলবে সোমবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত। ‘এনকাউন্টার্স-৮’ নামে এ প্রদর্শনী শুরু হয় ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)।

প্রায় ১৫ দিনের প্রচেষ্টায় আর্থ ক্লাবের সদস্যরা সাত মহাদেশে ত্রিমাত্রিক চিত্র ফুটিয়ে তুলেছেন। মহাদেশ প্রদর্শনীর সঙ্গে স্থিরচিত্রের একটি প্রতিযোগিতাও হচ্ছে সেখানে। এর পাশাপাশি একটি ভিডিও ডকুমেন্টেশনের মাধ্যমে দেখানো হচ্ছে সাত মহাদেশের পরিবেশ বিপর্যয়।

প্রদর্শনীর দ্বিতীয় দিন ঘুরে গেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিশ্ববিদ্যালেয়র আর্থ ক্লাবের এমন উদ্যোগের প্রশাংসা করেছেন তিনি। এ প্রদর্শনী খুব সহজে বিশ্বপ্রকৃতি ও পরিবেশের চিত্র তুলে ধরে সচেতনতা জাগাতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

বিনোদন কেন্দ্রে এশিয়া মহাদেশের প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র দেখছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ চৌধুরী।

প্রদর্শনী সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা এতো চমৎকার আইডিয়া, মনে হচ্ছে আমি সাত মহাদেশে ঘুরছি আর ধ্বংস হওয়ার পথে পরিবেশের কান্না শুনছি। এখান থেকে পরিবেশ রক্ষার তাগিদ পাচ্ছি আমরা।

আর্থ ক্লাবের এ আয়োজনের মিডিয়া পার্টনার অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। এছাড়াও রয়েছে, ডেইলি স্টার, এটিএন নিউজ ও রেডিও ফূর্তি।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।