ঢাকা: রাজধানী মিরপুর থানাধীন টেকনিক্যাল ওভার ব্রিজের নিচ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। পরে মুমূর্ষু অবস্থা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত ১টার দিকে মিরপুর থানাধীন টেকনিক্যাল ওভার ব্রিজের নিচে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক পড়ে রয়েছে- এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি টহলদল ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়।
পরে ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি ওই এসআই।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫