ঢাকা: নেপালের রাজধানী কাঠমান্ডুতে যথাযথ মর্যদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।
২১ ফেব্রুয়ারি (শনিবার) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) কাঠমান্ডু থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় দূতাবাসে অবস্থিত শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত মাসফি বিনতে শামস।
এরপর প্রবাসী বাংলাদেশীরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিকেলে দূতাবাস প্রাঙ্গণে মাতৃভাষার চেতনা ও শহীদদের স্মরণে বাংলাদেশ দূতাবাস এবং নেপাল ভাষা কেন্দ্র যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ইউনেস্কো নেপালের প্রধান ক্রিসটান ম্যানহার্ট। এছাড়াও অনুষ্ঠানে দূতাবাসের সব কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, নেপাল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম কর্মী এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫